এখন আর নারায়ণগঞ্জের ধনী আবুল হোসেন নিজ সন্তানদের মুখ দেখতে পান না। আবুল হোসেনের সন্তানেরা ঢাকায় বড় বড় কলকারখানায় চাকরি করেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে আলাদা থাকেন সবাই। যখন এসব কলকারখানা ছিল না তখন আবুল হোসেনের সব সন্তান একই বাড়িতে একসাথেই থাকতেন।
কী কারণে আবুল হোসেনের পরিবারে এ ভাঙন সৃষ্টি হয়েছে?