এক ও তিন বছরের দুই সন্তানের জনক শাকিলের স্ত্রী মাহমুদা সড়ক দুর্ঘটনায় নিহত হন। শাকিল-মাহমুদার ভালোবাসার সংসার ছিল অন্যের কাছে দৃষ্টান্ত। শাকিলকে বন্ধুরা পুনরায় বিয়ের জন্য বললেও সে রাজি হয় না। কিন্তু একটা সময়ে নিজ ও স্ত্রীর আত্মীয়-স্বজনের অনুরোধ ও সন্তানের মুখের দিকে তাকিয়ে দুই বছর পর সে ২৮ বছরের শ্যালিকা হামিদাকে বিয়ে করে। বর্তমানে তারা সুখে আছে এবং উভয়ের পরিবারও আনন্দিত।
উদ্দীপকে উল্লিখিত শাকিলের বিবাহ কোন ধরনের বিবাহকে নির্দেশ করে?