শফীক সাহেব তাঁর পরিবারকে নিয়ে কক্সবাজার গেলেন। সময়টা ছিল জুলাই মাস। তিনি জানেন না মৌসুমি বায়ুর প্রভাবে এ সময় সমুদ্র সর্বদা উত্তাল থাকে। পরিবারসহ সমুদ্র সৈকতে বিকেল বেলা বেড়াতে বের হলেন। আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা গেল। সমুদ্রও মুহূর্তে ফুলে-ফেঁপে উঠল। অবিরাম জোয়ার-ভাটা চলছে। ঝড়ো হাওয়ায় সমুদ্রের গর্জনে জোয়ারের পানি ভয়ঙ্কর রূপ ধারণ করল। অবস্থা বেগতিক দেখে শফিক সাহেব পরিবারসহ হোটেলে ফিরে এলেন।
'সমুদ্রের উত্তাল অবস্থা' দেখে শফিক সাহেব কেন হোটেলে ফিরে এলেন?
i. বিপদসংকেত মনে করে
ii. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হওয়ায় সংকেত মনে করে
iii. নিরাপদে অবস্থান নেওয়ার প্রতীক মনে করে
নিচের কোনটি সঠিক?