সুমন একাদশ শ্রেণির ছাত্র। অন্যান্য বন্ধুর সাথে যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করার সময় সে বলল, যুক্তিবিদ্যায় প্রতীকের ব্যবহার যুক্তির প্রকাশ এবং মূল্যায়নকে সহজ করে এবং সময়ের অপচয় রোধ হয়। এক্ষেত্রে আমরা খুব কম সময়ে একটি যুক্তিমান নির্ণয় করতে পারি।
নিচের কোন চিহ্ন প্রতীকী যুক্তিবিদ্যায় সংযৌগিক বচন গঠনের ক্ষেত্রে যৌক্তিক যোজক হিসেবে ব্যবহৃত হয়?
i. ও
ii. এবং
iii. অথবা
নিচের কোনটি সঠিক?