অধ্যক্ষ রাজ্জাক স্যার ছেলেবেলার স্মৃতি রোমন্থন করতে গিয়ে বললেন, 'ছোট' থাকতে প্রথমবার ঢাকা এসে ভেবেছিলাম যে, আমি বড় হয়ে ট্রাফিকের চাকরি করবো। কারণ তার হাত নাড়া বা নামানোর ইঙ্গিতে সব গাড়ি থেমে যায় বা চলতে শুরু করে। এতে ট্রাফিককে আমার কাছে সবচেয়ে ক্ষমতাশালী মনে হয়েছিল' শুনে সবাই মজা পায়।
কোন প্রতীককে যুক্তিবিদ্যায় প্রতীক হিসাবে ব্যবহার করা হয়??
i. শাব্দিক প্রতীক
ii. অশাব্দিক প্রতীক
iii. গ্রাহক প্রতীক
নিচের কোনটি সঠিক?