পূর্ণ ও দুলাল দুজনে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দুজনার 'বাসা-পাশপাশি। তাই সময়ে- অসময়ে তারা গল্পে মেতে থাকে। তারা দুজনে বুদ্ধি করে, একজন তখনই বাসার বাইরে আসবে যখন অন্যজন তিনবার হাততালি দেবে। এভাবে তারা পরস্পর মেলামেশার সুযোগ করে নেয়। এভাবে সংকেত বা প্রতীক আমরা পূর্ব অভিজ্ঞতাকে কেন্দ্র করে স্বেচ্ছায় গ্রহণ করি এবং বিষয়ের উপর আরোপ করি।
কোনো বিশেষ একটি বিষয় যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অন্য বিষয়ের প্রতিনিধি হিসাবে সূচিত হতে পারে তখন তাকে বলে-
i. প্রতীক
ii. সংকেত
iii. গ্রাহক প্রতীক
নিচের কোনটি সঠিক?