উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

পূর্ণ ও দুলাল দুজনে অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। দুজনার 'বাসা-পাশপাশি। তাই সময়ে- অসময়ে তারা গল্পে মেতে থাকে। তারা দুজনে বুদ্ধি করে, একজন তখনই বাসার বাইরে আসবে যখন অন্যজন তিনবার হাততালি দেবে। এভাবে তারা পরস্পর মেলামেশার সুযোগ করে নেয়। এভাবে সংকেত বা প্রতীক আমরা পূর্ব অভিজ্ঞতাকে কেন্দ্র করে স্বেচ্ছায় গ্রহণ করি এবং বিষয়ের উপর আরোপ করি।

সংকেত প্রতীকের কোন রূপ?

Created: 5 months ago | Updated: 5 months ago
Updated: 5 months ago
Please, contribute to add content.
Content
Promotion