রাজ সেনাবাহিনীতে চাকরি করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে। রাতে খাবারের সময় বিভিন্ন গল্পের মাঝে রাজের বাবা জানতে চাইল সেনাবাহিনীতে কী কাজ করতে হয়। বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বাবাকে বুঝানোর পর রাজ পরিশেষে বলল, সেনাবিভাগে মানুষকে হাঁটতে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু হাঁটার উন্নতি সাধন করা হয়, অর্থাৎ একসাথে মিলিয়ে চলার কিংবা মার্চ করার কৌশল শিক্ষা দেওয়া হয়।
রাজের কর্মরত প্রতিষ্ঠান মানুষকে হাঁটতে শিক্ষা দেওয়া হয় না। কিন্তু হাঁটার উন্নতি সাধন করা হয়। উক্তিটির সাথে যুক্তির প্রায়োগিক সাদৃশ্য-
i. যুক্তিবিদ্যাও মানুষকে চিন্তা করতে শিখায় না, সহজাত চিন্তা শক্তিকে সঠিক করে মাত্র
ii. যুক্তিবিদ্যাও মানুষের চিন্তা উন্নতি করার বিধানসমূহ প্রতিষ্ঠা করে
iii. যুক্তিবিদ্যাও মানুষের ব্যবহারিক জীবনকে কঠোর নিয়মের মধ্যে নিয়ে আসে
নিচের কোনটি সঠিক?