শিক্ষক মহোদয় তারেককে জিজ্ঞাস করলেন, একটি সরল বাক্যের দৃষ্টান্ত দাও। তারেক বললো, ড: এনামুল হক একজন শিক্ষক। এবার ইনামকে জিজ্ঞাসা করলেন, তুমিও একটি সরল বাক্যের দৃষ্টান্ত দাও। ইনাম বললো- ড: এনামুল হক একজন সৎ মানুষ। এরপর শিক্ষক বললেন- এবার তোমাদের দুইজনের বাক্যকে একত্রে করে বলতে পারি, 'ড: এনামুল হক একজন শিক্ষক এবং সৎ মানুষ।'
শিক্ষক মহোদয়ের বক্তব্যে ব্যবহৃত যোজকের প্রতীক-
i. '.' দ্বারা প্রকাশ করা হয়
ii. সংযৌগিক বাক্যকে নির্দেশ করে
iii. দুটি সরল বচনকে একত্র করে
নিচের কোনটি সঠিক?