আগামীকাল থেকে গ্রীষ্মকালীন ছুটি। তিন বন্ধু ক্লাসে গল্প করছে। সজিব বলল, 'এই ছুটিতে আমরা বনভোজন করতে পারি।' আতিক, 'ভালো ধারণা, চলো মহাস্থানগড়ে যাই।' মিরাজ বলল, 'মহাস্থানগড়ে নয়, এতদূরে যেতে অনেক সময় এবং খরচ অনেক বেশি হবে।'
'নয়', 'না'- যোজকের প্রতীকগুলো-
i. ~ দ্বারা প্রকাশ করা হয়
ii. নিষেধক বাক্যকে নির্দেশ করে
iii. সরল বচনে ব্যবহার হয়
নিচের কোনটি সঠিক?