রহিম ও করিম দুই বন্ধু ট্রেনযোগে চট্টগ্রাম যাচ্ছিল। হঠাৎ বাইরে থেকে পাথর ছুঁড়ে মারলে ট্রেনের একটি কাঁচ ভেঙ্গে যায়। এ দৃশ্য দেখে রহিম বলে উঠল, আমার মনে হয় সকল কাঁচই ভঙ্গুর বস্তু এবং সকল ভঙ্গুর বস্তুই কাঁচ। করিম বলল, তোমার ধারণা ঠিক নয়। সকল কাঁচ ভঙ্গুর বস্তু হলেও সকল ভঙ্গুর বস্তু কাঁচ নয় অর্থাৎ কিছু ভঙ্গুর বস্তু হলো কাঁচ।
উদ্দীপকে কাঁচ সম্পর্কে রহিমের ধারণা অমাধ্যম অনুমানের কোন প্রকারকে নির্দেশ করে?