রফিক একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। মানুষ নিয়ে সর্বদা ব্যস্ত থাকেন। তাঁর স্ত্রী তাঁকে অনেক বুদ্ধি-পরামর্শ দেন রাজনীতি ছেড়ে দিতে। রাজনীতি করলে সৎ ও সুখী হওয়া যায় না। কিন্তু তিনি নেশার মতো রাজনীতিকে ভালোবাসেন এবং মনে করেন পৃথিবীর সকল রাজনীতিবিদ সুখী। তবে তিনি নিজেকে সত্যিকার রাজনীতিবিদ বলে দাবি করেন না। এজন্য তিনি নিজেকে সুখী মনে করেন না।
রফিকের যুক্তিটিতে কোন ধরনের যুক্তিদোষ ঘটেছে?