"এটা সুস্পষ্ট যে, মধ্যপদ না থাকলে আশ্রয়বাক্য দুটোর মধ্যে কোনো সম্পর্ক সৃষ্টি হতো না। সেক্ষেত্রে আশ্রয়বাক্য দুটো থেকে সিদ্ধান্তের অনিবার্যভাবে নিঃসৃত হওয়া অসম্ভব হয়ে যেত। তাই দেখা যায়, সহানুমানে মদ্যপদই আশ্রয়বাক্য দুটোর মধ্যে সম্পর্ক স্থাপন করে এবং এ সম্পর্কের ভিত্তিতেই। সিদ্ধান্ত অপরিহার্যরূপে অনুমিত হয়।"
সহানুমানে মধ্যপদের ব্যাপ্যতার প্রয়োজন-
i. উভয় আশ্রয়বাক্যে অন্তত একবার
ii. উভয় আশ্রয়বাক্যেই ব্যাপ্য হতে হয়
iii. কোনো বাক্যেই প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?