অনেক ছোট থাকতে পিংকির মা মারা যায়। তার বাবা তাকে অনেক আদর যত্নে বড় করে তুলেছে। পিংকি পৃথিবীতে সবচেয়ে বেশি তার বাবাকে ভালোবাসে। কিন্তু একটি বিষয় তাকে খুব কষ্ট দেয়। ছোটবেলা থেকে সে দেখেছে মানুষ বয়স্ক হলেই মারা যায়। পৃথিবীর সকল মানুষই মরণশীল। তাই পিংকি অনুমান করে সকল মানুষ মরণশীল, তার বাবা হয় একজন মানুষ, সুতরাং তার বাবাও মরণশীল।
অনুচ্ছেদের শেষে পিংকি যে অনুমান করে তার মাধ্যমে কোন প্রকার অনুমানের পরিচয় পাওয়া যায়?