অনেক ছোট থাকতে পিংকির মা মারা যায়। তার বাবা তাকে অনেক আদর যত্নে বড় করে তুলেছে। পিংকি পৃথিবীতে সবচেয়ে বেশি তার বাবাকে ভালোবাসে। কিন্তু একটি বিষয় তাকে খুব কষ্ট দেয়। ছোটবেলা থেকে সে দেখেছে মানুষ বয়স্ক হলেই মারা যায়। পৃথিবীর সকল মানুষই মরণশীল। তাই পিংকি অনুমান করে সকল মানুষ মরণশীল, তার বাবা হয় একজন মানুষ, সুতরাং তার বাবাও মরণশীল।
এই প্রকার অনুমানে-
i. তিনটি পদ থাকে
ii. মধ্যপদকে একবার ব্যাপ্য হতে হবে
iii. দুটি আশ্রয়বাক্য থাকে
নিচের কোনটি সঠিক?