অন্তরা তার ছোট ভাই অম্লানকে বলে, 'ভাইয়া এক দৌড়ে গিয়ে আমার জন্য একটা খাতা কিনে আনো তো।' অম্লান একথায় রাজি হয় না, তখন অন্তরা বলে- 'তুমি যদি আমার এ কাজটি করে দাও, তবে আমার কাছে যে চকলেট আছে সেটি তোমাকে দেব।' বড় ভাই রুহান সে সময় 'আবর্তন' বিষয়টি পড়ছিলো, সে বলে, 'হ্যাঁ এবার তোমার পরিবর্তনটা বিধিসঙ্গত হয়েছে।'
উদ্দীপকের ইঙ্গিত অনুসারে আবর্তনীয়ের উদ্দেশ্য ও বিধেয় আবর্তিতে কী হয়?