মাজেদ আলির বাজার করে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। নদীর খেয়াঘাটে পৌছে উচ্চস্বরে ডাকে-'ও মাঝি তুমি যদি এদিকে আসতে তবে আমি নদী পার হতাম।' মাঝি উত্তর দেয়-'হয় তুমি অপেক্ষা কর না হয় অন্যপথে ঘুরে যাও।"
মাজেদ আলির বক্তব্য মিশ্র সহানুমানের কোন আশ্রয় বাক্যের অনুরূপ?