রাজু একদিন পরিহাস করে রুহানকে বলে, আচ্ছা আমি যদি বলি-মুরগি থেকে ডিম হয় এবং ডিম থেকে মুরগি হয়, তাহলে কী আমাদের একথা বলা ঠিক হবে যে, ডিম থেকে ডিম হয়? রুহান শান্তভাবে উত্তর দেয়, 'না ঠিক হবে না, বরং ভ্রান্ত হবে। আসলে যুক্তিতে যাতে এরকম ভ্রান্তি না হয়, সেজন্য যুক্তিবিদ্যা এক ধরনের চিন্তার নিয়ম সরবরাহ করে ভ্রান্ত যুক্তি সম্পর্কে সতর্ক করে দেয়।'
উদ্দীপকে বৃহান রাজুকে যে উত্তর দিয়েছে, তা-
i. সহানুমানের গঠন সংক্রান্ত
ii. সহানুমানের নিয়ম সংক্রান্ত
iii. যুক্তিবিদ্যার সাধারণ লক্ষ্য ও উদ্দেশ্য সংক্রান্ত
নিচের কোনটি সঠিক?