মিরকাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজের কিছু শিক্ষার্থী কলেজের বারান্দায় দাঁড়িয়ে আষাঢ়ের ঘন কালো মেঘ ও বিদ্যুৎ চমকানো দেখছে। এমন সময় ঝুমা নামের এক শিক্ষার্থী বলল, 'আজ বৃষ্টি হবেই।' দুই শিক্ষক রচনা ও মণিমালা বারান্দা দিয়ে যাওয়ার সময় কথাটি শুনে শিক্ষার্থীদের বললেন, তুমি কী করে বুঝলে আজ বৃষ্টি হবেই, মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে।
অনুচ্ছেদটিতে শিক্ষক যে উক্তিটি করেছেন তা যে ধরনের-
i. সম্ভাবনা
ii. আকস্মিক
iii. নিশ্চিত
নিচের কোনটি সঠিক?