অসৎ উপায়ে সম্পদশালী হওয়ার একাধিক সহজ উপায় পেয়েও আল্লাহর ভয়ে ও পরকালীন নিরাপত্তার কথা ভেবে আলিম তার বাড়ির সামনের ছোট জায়গাটিতে মুদির দোকান করেই সন্তুষ্ট। এতে তার তেমন একটা আয় না হলেও তা থেকেই মানুষের কল্যাণের জন্য ব্যয় করার যথাসাধ্য চেষ্টা করে।
উদ্দীপকে আলিমের কোন পরিচয়টি ফুটে ওঠে?