রবিন তার দাদুর সাথে ফসলের মাঠ পরিদর্শনে যায়। সে দেখতে পেল অধিকাংশ গাছ নেতিয়ে পড়েছে। নিকটস্থ খালের পানি শুকিয়ে যাওয়ায় সেচ দিতে পারছেন না বলে জানালে রবিন তার দাদুকে ভবিষ্যতে এই সংকট নিরসনের কিছু উপায় জানালো।
রবিন কোন মৌসুমে তার দাদুর সাথে মাঠ পরিদর্শনে গিয়েছিল?