মফিজ মিয়ার জমি অনেক দিন ধরে উন্মুক্ত থাকার ফলে বৃষ্টি, রৌদ্র, বাতাসের কারণে উর্বরাশক্তি হ্রাস পেয়ে ফলন কমে যাচ্ছে। স্থানীয় অভিজ্ঞ কৃষক বেলাল তাকে উক্ত অবস্থা থেকে পরিত্রাণের জন্য এক ধরনের ফসল চাষের পরামর্শ দেন।
বেলালের পরামর্শ দেওয়া ফসলের চাষকে কি বলে?