or
Don't have an account? Register
সামাজিক বনায়নে অংশগ্রহণকারী সৃজন আলী চারা রোপণের পূর্বে শুষ্ক - আবহাওয়ায় আগাছার বাড়ন্ত অবস্থায় পানিতে লাইসেল মিশিয়ে স্প্রে করল। চারা রোপণের কিছুদিন পর সে গাছের গোড়ায় জাবড়া প্রয়োগ করে দিন।
সে প্রতি লিটার পানিতে কী পরিমাণ উক্ত আগাছানাশক মিশিয়েছিল?
সড়কের ধারে বনায়নের জন্য অড়হরের গাছ লাগানো হয় কী উদ্দেশ্যে ?
গাছের প্রধান কাণ্ডটিকে কিছু দূর পর্যন্ত বাড়তে দেয়ার পর অগ্রভাগ কেটে দেওয়াকে কী বলে?
বৃক্ষের প্রুনিং করার প্রধান কারণ কোনটি?
ঢাকায় জাতীয় বৃক্ষ মেলা কোন সময় অনুষ্ঠিত হয়?
রাস্তা ও বাঁধের ধারে বনায়নে নিচের সারিতে কোন গাছ লাগানো হয়?
চারা রোপণের জন্য নির্বাচন করতে হয় i. উর্বর দো-আঁশ মাটিii. বন্যামুক্ত জায়গাiii. ছায়াযুক্ত ভেজা জমিনিচের কোনটি সঠিক?