কামাল তার বাড়ির একপাশে পেয়ারার এবং অন্যপাশে আকাশমনি গাছের বাগান করল। ১ম বছর পেয়ারা কম থাকায় সে বেশকিছু ডালপালা কেটে দেয়। ফলে পরের বছর অনেক পেয়ারা ধরল। একদিন ঝড়ে অনেকগুলো আকাশমনি গাছ ভেঙ্গে গেল। সে বাগানে ডালপালা ছেটে দিল এবং গাছের ভাঙ্গা অংশ পরিষ্কার করে কালো রং লাগিয়ে দিল।
কামাল তার পেয়ারা গাছে কী করেছিল?