সোহেল সাহেব মুরগির খামার স্থাপনের পর খামারে সকল খরচের দুটি তালিকা তৈরি করলেন। প্রথম তালিকায় তিনি জমির মূল্য, গুদাম, শ্রমিক ঘর ও ডিম সংরক্ষণাগার বাবদ খরচ লেখেন। দ্বিতীয় তালিকায় তিনি বিজ্ঞাপন ব্যয়, ডিপ্রেসিয়েশন খরচ ইত্যাদি অন্তর্ভুক্ত করেন।
দ্বিতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে -
i. মুরগি বা বাচ্চা ক্রয় বাবদ খরচ
ii. মুরগির বাসস্থান বাবদ খরচ
iii. টিকা ও ওষুধের মূল্য
নিচের কোনটি সঠিক?