শান্তা বেগম বাসার ছাদে কবুতর পালন করেন। তিনি লক্ষ করলেন কবুতরের শরীরের পালকহীন স্থান ফোস্কা হয়েছে এবং গলার ভেতরে ক্ষত হয়েছে। স্থানীয় প্রাণী বিশেষজ্ঞের কাছে পরামর্শের জন্য গেলে তিনি এ রোগের প্রতিকার বলে দিলেন।
শান্তার কবুতর নিচের কোন রোগে আক্রান্ত হয়েছে?