রহিমা জিনডিং জাতের হাঁস পালন করেন। তিনি তার হাঁসের পর্যাপ্ত যত্ন নেন এবং এগুলোকে আবদ্ধভাবে পালন করেন। অন্যদিকে জরিনা দেশি দ্বৈত জাতের হাঁস মুক্তভাবে পালন করেন।
জরিনার পালনকৃত হাঁসের ক্ষেত্রে প্রযোজ্য -
. মাংস ও ডিম উৎপাদনের জন্য পালন করা হয়
ii. এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি
iii. উৎপাদন ক্ষমতা বেশি
নিচের কোনটি সঠিক?