হাসেম ১০০টি বাড়ন্ত হাঁস পালন করছে। কিন্তু এদের জন্য কোন ঘর তৈরি করেনি। হাঁসগুলো সারাদিন দল বেধে ঘুরে বেড়ায়। সন্ধ্যায় কয়েকটি খাঁচায় এদেরকে আটকে রাখা হয়। সকালে আবার ছেড়ে দেওয়া হয়। এতে করে তাদের হাঁস পালনের খরচ নেই বললেই চলে।
এ পদ্ধতিতে হাঁস পালন করা যায়-
i. ফসল কাটা জমি এলাকায়।
ii. বিল এলাকায়
iii. হাওর এলাকায়
নিচের কোনটি সঠিক?