রকিব ষষ্ঠ শ্রেণির ছাত্র। সে দোকান থেকে বাদামি রঙের ১০টি ডিম ক্রয় করে বাড়ির কুঁচে মুরগি দিয়ে বসিয়ে দেয়। ২১ দিন পর একটি ডিমও ফুটে বাচ্চা বের হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, ডিম ক্রয় করা খামারে ২০০ মুরগির জন্য কোন মোরগ ছিল না।
রকিবের ক্রয় করা ডিমে বাচ্চা না ফুটার কারণ-
i. অনিষিক্ত
ii. বন্ধ্যা মুরগির ডিম
iii. সংরক্ষণে ত্রুটি
নিচের কোনটি সঠিক?