ভুটানের মুদ্রার নাম _

Created: 5 years ago | Updated: 8 months ago
Updated: 8 months ago
  • রাষ্ট্রীয় নামঃ The Kingdom of Bhutan
  • রাজধানীঃ থিম্পু
  • ভাষাঃ জংখা/ভুটানি
  • মুদ্রাঃ গুলট্রাম

জেনে নিই

  • গর্জনশীল ড্রাগনের দেশ বলা হয়- ভুটানকে। ভুটান একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
  • ভূটান পৃথিবীর প্রথম কার্বন নেগেটিভ দেশ।
  • বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ ভুটান।
  • ভুটান মোট জাতীয় সুখকে (Gross National Happiness) অর্থনৈতিক মানদন্ড ধরা হয়।
  • ভুটনের প্রধানমন্ত্রী লোটে শেরিং বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পড়াশুনা করেছেন।
  • ভুটানের কোন নিজেস্ব নৌবাহিনী নাই ।
  • ভুটানের জাতীয় ফুল হলো- নীল পপি।
  • ভুটনের জাতীয় খেলা- আর্চারি ।
  • ভুটানে রাজতন্ত্র চালু হয় ১৯০৭ সালে।
  • টাইগার্স নেস্ট বৌদ্ধ আশ্রমটি অবস্থিত- ভুটানে ।
  • ভুটানের জনগণ সে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করেন- মে, ২০০৮ সালে।
  • ভুটানের মাত্র দুটি দেশের দুতাবাস আছে (বাংলাদেশ ও ভারত)।
  • শক্তিশালী চীন ও ভারতের মাঝে অবস্থান করায় ভুটানকে 'বাফার রাষ্ট্র' হিসেবে বিবেচনা করা হয়।
Content added By
Promotion