মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago
  • রাষ্ট্রীয় নামঃ United States of America (USA)
  • রাজধানীঃ ওয়াসিংটন ডিসি
  • ভাষাঃ ইংরেজি 
  • মুদ্রাঃ ডলার 

 

মৌলিক তথ্য

আমেরিকা আবিষ্কার করেন ইতালিয় নাবিক কলম্বাস ১৪৯২ সালে। আমেরিগো ভেসপুচি আমেরিকায় আসেন ১৪৯৭ সালে। পরবর্তীতে তার নামে আমেরিকা নামকরণ হয়। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র গঠিত হয়েছিল ১৩টি রাজ্য নিয়ে। ব্রিটেনের বণিক সম্প্রদায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে উপনিবেশ স্থাপন করে ১৬০৭ খ্রিস্টাব্দে। বর্তমানে আমেরিকার ৫০টি রাজ্য রয়েছে। ১৭৭৬ সালের ৪ জুলাই স্বাধীনতা ঘোষণা করে।

 

আমেরিকার স্বাধীনতা

  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধ সময়কাল (১৭৭৫-১৭৮৩)।
  • আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে ৪ জুলাই, ১৭৭৬ সালে।
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালিত হয় ৪ জুলাই।
  •  স্বাধীনতা ঘোষণা করা হয় ইন্ডিপেন্ডেন্ট হল থেকে। 
  •  স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেন- থমাস জেফারসন।
  •  স্বাধীনতার নায়ক- জর্জ ওয়াশিংটন।
  • স্বাধীনতা লাভ করে ১৭৮৩ সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে।
  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ইংরেজ সৈন্য পরিচালনাকারী সেনাপতি ছিল- লর্ড কর্নওয়ালিস।

 

প্রশাসনিক কাঠামো

যুক্তরাষ্ট্র গঠিত হয় ৫০টি অঙ্গরাজ্য এবং একটি স্বাধীন ফেডারেল জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ১৩টি রেখা এবং ৫০টি তারা। ১৩টি রেখা দ্বারা স্বাধীনতা যুদ্ধের সময়কালীন ১৩টি রাজ্যকে বোঝানো হয়েছে এবং ৫০টি তারকা দিয়ে ৫০টি অঙ্গরাজ্যকে বোঝানো হয়েছে।

  • মোট অঙ্গরাজ্য- ৫০ টি।
  • স্বাধীনতা যুদ্ধকালে অঙ্গরাজ্য ছিল- ১৩ টি।
  • ১৮০৩ সালে ফ্রান্সের নিকট থেকে ক্রয় করে- লুইসিয়ানা রাজ্যটি
  • ১৮৬৭ সালে রাশিয়ার নিকট থেকে ক্রয় করে- আলাস্কা রাজ্যটি।
  •  জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য- ক্যালিফোর্নিয়া ।
  • জনসংখ্যায় যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য- উওমিং।
  • আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য- আলাস্কা । 
  • আয়তনে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য- রোডস দ্বীপপুঞ্জ ।
  •   যুক্তরাষ্ট্র ইউনিয়নে যে স্টেট সর্বশেষে যোগ দেয়- হাওয়াই (১৯৫৯)।

 

বিশ্ব বাণিজ্য কেন্দ্র 

  • মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন এলাকায় অবস্থিত ৭টি ভবনের একটি স্থাপনা ।
  • স্থাপনাটির সবচেয়ে উঁচু দুটি টাওয়ার ১১০ তলা বিশিষ্ট ছিল। 
  • উঁচু দুটি টাওয়ারের নামানুসারে এটি টুইন টাওয়ার নামে খ্যাত ছিল।
  •  ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল কায়েদার বিমান হামলায় বিশ্ব বাণিজ্য কেন্দ্র ধ্বংসপ্রাপ্ত হয়।
  •  এই ঘটনাটি Nine Eleven (9/11) নামে পরিচিত। 
  • টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ অঞ্চলটি এখন গ্রাউন্ড জিরো' নামে পরিচিত।

 

Content added By
Content updated By
Promotion