user
Please, contribute to add content into Corrections.
Content
I informed the matter to the police
I informed the police of the matter
I knew the police of the matter
I informed of the matter to the police
I wish I was in your shoes
I wish I were in your shoes
I wish I got into your shoes
I wish I get into your shoes

Look after you leap

Look before you leap

Look when you leap

Look where you leap

Illumination
Illuminasion
Illuminassion
Illuminetion
He is good than before.
He is better today
He is best today than before
He is good today
Please, contribute to add content into The Number-Correction.
Content

Subject-এর Number ও Person অনুসারে Verb-এর রূপ নির্ধারিত হয়, যাকে Subject-Verb Agreement বলা হয় । 

1. Sub-Verb Agreement-এর সাধারণ নিয়ম হলো Subject যদি Singular হয় তাহলে Verbটি ও Singular হয়। অর্থাৎ Number ও Person ভেদে বিভিন্ন Tense অনুযায়ী I-এর সাথে am, have, was এবং He-এর সাথে is, has, was হয়।Subject plural হলে verb plural হয়।

Tomatoes  grow all year long in China.

 

2. And দ্বারা দুই বা ততোধিক Noun যুক্ত হয়ে যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাহলে Verb টি Singular হবে আর পৃথক পৃথক ব্যক্তি/বস্তুকে বোঝালে verbটি plural হবে।

The headmaster and secretary of the school was present in the meeting.

The headmaster and the secretary of the school were present in the meeting.

Hints: ২য় বাক্যে Subject-এর উভয় Noun এর সাথে the বসায় তাদেরকে পৃথক পৃথকভাবে বুঝিয়েছে । তাই Verb টি Plural হয়েছে।

 

3. And দ্বারা দুটি singular বা plural subject যুক্ত হলে তার পরবর্তী Verb pluralহয়।

যেমন- 

Jamal and I walk to school.

 

4. সাধারণত and দ্বারা দুটি Singular Subject যুক্ত হয় তবে Verb-টি plural হয়। তবে উক্ত Noun দুটি দ্বারা একই ভাব বা অর্থ প্রকাশ করলে Verb-টি Singular হবে ।

Slow and steady wins the race.

Bread and butter is my favourite breakfast.

The horse and carriage is ready.

(বাতিক্রম) : Time and tide-এর ক্ষেত্রে Verb-টি Plural হবে। যেমন— Time and hide wait for none । তবে গাণিতিক হিসাবের বেলায় Singular Verb ব্যবহার করা যায়।

Two and two makes four.

 

5. Each বা Every বাক্যের Subject-এর স্থানে থাকলে তারা and দ্বারা যুক্ত হলেও অথবা each of + plural noun/ pronoun হলেও Verb সব সময় Singular হবে এবং এর পর pronoun ও Singular হবে।

Each boy and each girl has a pen. 

 

6. দুই বা ততোধিক Singular Subject যদি or, nor, but দ্বারা যুক্ত হয় তাহলে তাদের পর Singular Verb ব্যবহৃত হয়।

He or his brother has done the work. 

Neither he nor his brother has done the work.

Not Rina but Rana is responsible for this.

 

7. Or, nor, but দ্বারা যদি একটি  Singular ও  Plural Subject যুক্ত হয় তাহলে Plural Subject-টি Verb-এর কাছাকাছি বসে এবং Verb-টি Plural হয়। তেমনিভাবে ভিন্ন ভিন্ন Person এর Subject উক্ত শব্দগুলো দ্বারা যুক্ত হলে নিকটবর্তী Subject-এর Person অনুযায়ী Verb-টির রূপ নির্ধারিত হবে।

He or his friends have gone there.

Neither he nor his brothers were present.

Either you or I am wrong.

 

8. Either of বা  Neither of যদি বাক্যর Subject হয় তাহলে তার Verb-টি Singular হয়।

Neither of them has done this.

Either of them was present.

 

9. One of বাক্যর Subject হলে এর পর Plural Noun/Pronoun হয় কিন্তু Verb-টি Singular হয়।

At least one of the students gets full marks every time.

One of my friends is a lawyer.

 

10. Subject-এর Headwords অনুযায়ী Verb-টি  Singular বা Plural হয়।  অর্থাৎ  Head word-টি Singular হলে Verb-টি  Singular হয়। 

A selection of Nazrul's poems has been published to the joy of the readers.

 

11. Singular Subject-এর পর  as well as, in addition to, including, no less than, with, along with, together with etc + Singular/ Plural Noun

বা Pronoun থাকলে Verb-টি সর্বদা Singular হবে।

The father with his three sons has  left the place.

Tania as well as her friends is participating in the party.

 

12. Anybody, anyone, no one, nobody, somebody, someone, something nothing, everyone, everybody, everything ইত্যাদি Subject হিসেবে

ব্যবহৃত হলে Verb-টি সর্বদা Singular হবে।

*Nobody believes a liar

*Everybody loves an honest man

*Something is better than nothing.

*Someone has stolen my pen.

 

13. নির্দিষ্ট দূরত্ব, ওজন, অর্থ বা সময় বুঝালে কোনো Subject দেখতে Plural হলেও পরবর্তী Verb-টি Singular হবে।

 Ten miles is a long distance.

 

14. Cattle, aristocracy, poultry, people, peasantry, gentry of noun- দেখতে Singular হলেও এগুলো আসলে Plural হওয়ায় Verb-টিও Plural হবে।

Cattle are grazing in the field. 

People are praying for prosperity.

 

14. News, mathematics, physics, gallows, politics  ইত্যাদি দেখতে Plural হলেও এরা মূলত Singular হওয়ার Verb টি Singular হবে।

Good news is expected.

Physics is my favourite subject.

No news is good news. 

 

15. দেশ, বই, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, নাটক ইত্যাদির নামে Plural Noun থাকলেও Verb-টি সর্বদা Singular হবে।

The Arabian Nights is still a great favourite.

 

 16. কোনো Noun-এর পূর্বে নির্দিষ্ট সংখ্যাবাচক Adjective যেমন- pair, dozen, hundred, thousand ইত্যাদি থাকলে Verb-টি  Singular হবে।

A pair of shoes was bought for him.

One/A dozen of pens was distributed

 

17. যতই আধিক্য বোঝাক না কেন Subject-এ যদি Uncountable Noun থাকে তবে Verb সর্বদা Singular হবে।

A lot of money was spent.

A huge quantity of sugar was exported.

 

18. A number of দিয়ে Subject শুরু হলে পরবর্তী verb টি Plural হয় কিন্তু The number of দিয়ে শুরু হলে Verb-টি Singular হয়।

The number of people was very high. 

There are a large number of boys playing in the field.

 

19. Collective Noun দ্বারা অখণ্ড সমষ্টিকে বোঝালে Verb-টি singular হয় কিন্তু খণ্ডিত বা আলাদা বোঝালে Plural Verb হয় ।

The committee has approved the bill.

The committee were devided in their opinion.

The mob have dispersed.

20. There বা here দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী Verb-টির রূপ নির্ধারিত হবে verb পরবর্তী Noun এর Number এর উপর। যদি তা singular হয় তাহলে Verb Singular হবে । Plural হলে Verb টি Plural হবে।

There are a book and a pen on the table.

21. Relative Pronoun যদি  Subject হয়  তাহলে Subject পরবর্তী  Verb-টি Singular হবে , যদি  Relative Pronoun-এর  Antecedent-টি Singular Antecedent হয় । Antecedent-টি  Plural হলে Verb-টিও Plural হবে। 

A reward has been announced for the employees who have worked hard.

 

22. (Impersonal) One যদি বাক্যের Subject-এ থাকে তাহলে পরবর্তী Pronoun-টিও Impersonal হবে অর্থাৎ One's হবে, his/her হবে না।

One should be careful about one's duty.

 

23. Everyone, everybody, nobody, each, either, neither, a person ইত্যাদি Subject হলে এদের পর Singular Pronoun বসে।

Everyone should respect his teachers.

 

24. Relative Pronoun-এর   antecedent যদি  Pronoun হয় তাহলে উহার পরবর্তী  Verb-টির রূপ Antecedent (Pronoun) অনুযায়ী হবে।

It is I who am to blame.

It is you who are to blame.

 

25. প্রশ্নবোধক Who এবং Impersonal it যদি Subject হয় তাহলে Verb-টি Singular হবে।

Who does not know that two & two makes four?

 

26. Many যদি Subject-এ থাকে তাহলে পরের Noun ও Verbটি Plural হবে। কিন্তু Many a থাকলে পরবর্তী Noun ও Verb উভয়টিই Singular হবে।

Many a man has tried to complete the work.

 

27. One and a half/ quarter দিয়ে শুরু বাক্যর Noun টি plura এবং verb টি singular হয়। তবে Noun এর সংখ্যা একের বেশি হলে Noun টি plural হবে এবং Noun সংখ্যা দুই না হওয়া পর্যন্ত verb টি singular হবে।

One and a half hour is a long time.

 

28. Infinitive, Gerund, Verbal noun, clause/phrase যদি বাক্যর   Subject হিসেবে ব্যবহৃত হয় তাহলে পরবর্তী verbটি সর্বদা singular হয়।

-To err is human.

-Telling lies is a great sin

-The reading of history gives one knowledge.

 

29. More than দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী verbটির রূপ নির্ধারিত হবে verb পূর্ববর্তী noun-এর number-এর উপর ভিত্তি করে। যদি Nounটি singular হয় তাহলে verbটি singular হবে। আর Nounটি plural হলে verbটি plural হবে।

More than two general people were killed in the fighting.

30. No one, none দ্বারা 'কেউ না' বোঝালে verb singular হয়। কিন্তু একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে verb plural হয়।

None of the students has a car.

None are helpless because they can always try.

 

31. Fractions বা ভগ্নাংশ দিয়ে শুরু বাক্যের Subject টি Singular বা none-count noun হলে Verb- টিও  Singular হবে এবং Subject-টি Plural হলে  Verb-টিও   Plural হবে।

Three-fourths of the work has been finished.

Three-fourths of the books have been sold.

Content added || updated By
Please, contribute to add content into The Tense (Corrections).
Content
Please, contribute to add content into The Verb (Corrections).
Content
Please, contribute to add content into Complement of Verb.
Content

Conditional Sentence

প্রধানত If যুক্ত বাক্যকে Conditional Sentence বলা হয়। প্রায় প্রতিটি পরীক্ষায় Conditional Sentence-এর উপস্থিতি লক্ষ্য করার মতো। এটি সাধারণত দুটি অংশে বিভক্ত থাকে : ১. If বাক্যাংশকে বলা হয় If Clause, যাতে একটি শর্ত দেয়া থাকে, ২. Main Clause যাতে উক্ত শর্তের ফলাফল দেয়া থাকায় একে Result Clause ও বলা হয়। 

Kinds of Conditionals : অধিকাংশ বইপত্রে তিন ধরনের Conditionals-এর কথা বলা হলেও এরা মূলত ৪ প্রকার।

A. Zero conditional

2. First conditional

3. Second conditional

4. Third conditional

Content added By

যে সকল শব্দ কোনো noun এর পূর্বে বসে noun এর পরিমাণ, সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা ইত্যাদি প্রকাশ করে, তাকে Determiner বা নির্দেশক শব্দ বলে।

 Determiner এর কোনো নির্দিষ্ট প্রকার নেই তবে, determiner কে তিনটি প্রধান ভাগ করা যেতে পারে:

Countable Determiners: A, An, One, Every, Both, Many, Those, These, Few, A few, The few, Very few, Fewer, Fewest, Many, Many of, A number of etc.

Uncountable Determiners: Little, A The little, Very little, Less, Least, Much, Much of,A bit, Amount of etc.

Mixed Determiners: All, Any, Some, Some of, More, Most, Most of, Rest of, A lot of, Lots of, None of, No, Possessive (your, his, her, their, its), A great deal of etc.

Content added By

Parallelism(সমান্তরাল/সমান)

একটি বাক্যে কিছু conjunction (and, but, or, as well as, than, is, so --- as, as…..as, either --- or, neither- --- nor, not only but also etc.) দ্বারা যুক্ত হলে, conjunction গুলোর আগে ও পরে সমজাতীয় noun / pronoun / adjective/verb/adverb / infinitive, বসে এটি মুলত parallelism.

Type: 01 (and/as well as দিয়ে parallel)

Fahim is a scholar, an athlete and an artist.

Type: 02 (than/so---as দিয়ে parallel)

In an admission test, to answer correctly is more important than to finish quickly.

Type: 03 (Be verb/so-as/as--as দিয়ে parallel)

 Riding bicycle is similar to riding car. 

Type: 04 (more than দিয়ে parallel)

 Shela likes me more than him. 

Type: 05 (either--or/neither--nor/not only--but also দিয়ে   parallel)

Either you or he did the task. 

Type: 06 (or/but দিয়ে  parallel)

I usually go fishing or do something on Friday.

Content added By

Punctuation

একজন লেখকের মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করতে ও বাক্যের অর্থ সহজ ভাবে বোঝার | ক্ষেত্রে punctuation marks এর ব্যবহার অপরিহার্য।

Punctuation শব্দটির উৎপত্তি latin শব্দ "punctum" থেকে। Punctum শব্দের অর্থ বিশেষ চিহ্ন বা বিন্দু। কোনো sentence লিখার মাঝে বা শেষে বিরতি আপনের জন্য বা অল্প বিলম্ব করার ক্ষেত্রে আমরা যে সমস্ত চিহ্ন ব্যবহার করি তা'ই English grammar এ punctuation marks হিসেবে পরিচিত।

স্টেশন ছাড়া ট্রেন যেমন চলতেই থাকবে, কখনো গন্তব্যে পৌঁছাবে না। তেমনি ভাবে Punctuation marks ছাড়া বাক্যের অর্থ হয় অন্তসারশূন্য।

অজানা কথা:

 Latin ভাষা মূলত Italian দের পুরোনো ভাষা। যা এখনো Italy সহ English native speaker রা তাদের ভাষাতে এবং Grammar এ ব্যবহার করে।

Punctuation Marks সাধারণত ১১ ধরনের: 

যেমন-

i. Full stop (.)

 >Full stop মূলত দীর্ঘতম বিরতি নির্দেশ করে।

He has reached there.

 

ii. Comma (,)

> Comma অল্প বিরতি নির্দেশ করে। Punctuation এর আলোচনায় Comma (.) ব্যবহার সবচেয়ে বেশি।

I like to eat banana, strawberry and guava.

 

iii. Semicolon (;)

> Comma এর চেয়ে বেশি ও  full stop অপেক্ষা কম বিরতি নির্দেশ  করতে semicolon বসে।

The book fair was crowded ; we visited the fair on Friday.

 

v. Question Mark (?)

> “Wh. word/auxiliary verb + subject……”  এই ধরনের Structure হলে, সাধারনত শেষে question mark (?) হয়।

What  do you want ?

 

iv. Colon (:)

>Semicolon  অপেক্ষা দীর্ঘ বিরতি নির্দেশ  করতে colon বসে।

There are many problems in our area, such as: smuggling, drug addiction and eve teasing.

 

vi. Exclamation Mark (!)

>যে word বা sentence দ্বারা আনন্দ, দুঃখ, বিস্ময়, উল্লাস, ভয় ইত্যাদি আকস্মিক ভাবে বোঝালে,ঐ সকল word বা sentence এর পরে exclamation mark বসে ।

Alas! I have lost your last adaptation (শেষ সম্বল). 

you Fie (ছিঃ)! you are so bad.

What a nice picture it is!

How funny the story is!

 

vii. Apostrophe (')

> Rule-01: অধিকার অর্থে noun এর পরে apostrophe "s" বসে।

For example:

Mita's pen = মিতার কলম; Suzon's books = সুজনের বইগুলো |Parents' order = পিতামাতার আদেশ; Girls' school = বালিকাদের বিদ্যালয়

Rule-02: কোনো word এর letter কে বাদ দিতে তদস্থলে apostrophe বসে।

For example:

Of the clock কে বলা যায় = O' clock

Do not কে বলা যায় = Don't

Did not কে বলা যায় = Didn't He will কে বলা যায় = He'll

Shall not কে বলা যায় = Shan't 

Rule-03: কোনো ইংরেজি সংখ্যা বা বর্ণ (letter) কে plural করতে letter বা সংখ্যার পরে ('s) বসে। 

For example:

Delete all T's and add two L's. (সকল "T" বর্ণ মুছে দাও এবং দুইটি "L" বর্ণ যুক্ত কর Two 5's makes ten. (দুইটি ৫ সংখ্যা যোগে দশ হয়)

Rule-04: কোনো দোকানের নামের ক্ষেত্রে apostrophe বসে।

For example:

Grocer's = মুদি দোকান।

Butcher's = মাংস বিক্রেতা

 

ix. Hyphen (-)

>Rule-01: দুই বা ততোধিক word এর সমন্বয়ে যখন কোনো compound word গঠিত হয়, তখন Hyphen চিহ্ন বসে।

For example:

Father-in-law= শ্বশুর

Up-to-date = আধুনিক

Co-ordination = সমঝোতা 

Non-violation = অলঙ্ঘন

Rule-02: Fraction বা ভগ্নাংশের ক্ষেত্রে hyphen বসে।

For example: 

Two-fourths of the work

One-third of the people

Rule-03: কোনো লাইন লিখতে যেয়ে শেষ word এর কিছু অংশ নিচে নেমে আসলে hyphen বসিয়ে, word এর বাকী অংশটুকু পরের লাইনের শুরুতে বসে।

For example: I saw the man slee-

ping on the bed.

লক্ষণীয়, আমি লিখতে চেয়েছিলাম "I saw the man sleeping কিন্তু, "slee" লিখার পর page এর শেষে আর কোনো letter লেখা সম্ভব হলনা, সেইজন্য dash দিয়ে "ping. -" লিখা হয়েছে।
 

viii. Dash (-)

> Rule-01: চিন্তার আকস্মিক পরিবর্তন করা বোঝাতে dash বসে।

For example:

Your father is no more - but should you remember him?

The kids are jumping and laughing - is it time for doing these?

Rule-02: বিস্ময়মূলক ভাবে কোনো কিছুর শেষ বোঝাতে dash বসে।

For example:

The old man was sitting on a chair fell down. 

The police caught the thief ran away. 

 

x. Parenthesis/Bracket ()

> Rule-01: কোনো ঘটনা ব্যাখ্যা করে বিস্তারিত বোঝানোর ক্ষেত্রে parenthesis বা brackets বসানো হয়।

For example:

Kazi Nazrul Islam (1899-1976) was born in a poor family.

The second world war (1939-1954) is a remarkable event in the history of world.

Rule-02: কোনো বাক্যের ভেতরে কয়েকটি উদাহরণ দেওয়ার ক্ষেত্রে number/letter গুলো parenthesis এর মাঝে বসে।

For example:

There are many ways to help the innocent such as: (1) giving rice; (2) giving medical facilities; (3) giving shelter.

 

xi. Asterisk (*)

>Rule-01: কোনো বিষয়ে গুরুত্ব বোঝানোর জন্য/অবশ্যই করতে হবে, এমন ক্ষেত্রে উত্ত বিষয় বা শব্দের পূর্বে asterisk চিহ্নটি বসে।

For example:

Learning basic grammar is important to know English properly.

You should focus on learning tense.

Content added || updated By
My parent's home is in one of the town's posh areas .
My parents' home is in one of the town's posh areas.
My parents home is in one of the towns' posh areas.
My parents home is in one of the town's posh areas.
; ;