সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলী - বগুড়া জেলা
  • করতোয়া নদীর তীরে অবস্থিত। নাসির উদ্দিন বগুড়া খানের নাম থেকেই বগুড়া নামের উৎপত্তি হয়।
  • পূর্বনাম- পুন্ড্রনগর। বাংলাদেশের সবচেয়ে পুরাতন জনপদ । উত্তর বঙ্গের প্রবেশদ্বার-বগুড়া।
  • বাংলাদেশের সবচেয়ে প্রাচীন স্থান- মহাস্থানগড় (বগুড়ায়)।
  • মৌর্য ও গুপ্ত রাজাদের রাজধানী ছিল- মহাস্থানগড়। মহাস্থানগড় যাদুঘর-মহাস্থানগড়, বগুড়া ।
  • মসলা গবেষণা কেন্দ্র- শিবগঞ্জ, বগুড়া প্রতিষ্ঠা-১৯৯৫।
  • প্রশাসনিক ট্রাইবুন্যাল- বগুড়ায় (অন্যটি ঢাকায়)। ।
  • বিখ্যাত স্থান- বৈরাগীর ভিটা শাহ সুলতান বলখীর মাজার, পরশুরামের প্রাসাদ, লক্ষীন্দরের বাসর ঘর, গোবিন্দ ভিটা, শিলাদেবী ঘাট, ভাসুবিহার, আদম শাহীর মাজার।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস, ভাষা সৈনিক গাজীউল হক ।
Content added By

Promotion