On This Page
সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - সৌদি আরব
  • রাষ্ট্রীয় নামঃ State of Saudi Arab consultative Assembly
  • রাজধানীঃ রিয়াদ
  • মুদ্রাঃ রিয়াল
  • ভাষাঃ আরবি

মৌলিক তথ্য
আব্দুল আজিজ ইবনে সউদ ১৯৩২ সালে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সৌদি রাজতন্ত্রের সূচনা করেন। আরব উপদ্বীপের সবচেয়ে বড় দেশ এটি। ৭ম শতাব্দীতে মুহাম্মাদ (সঃ) এখানে ইসলামের প্রচার করেন এবং এটি খিলাফতের প্রথম কেন্দ্র। বিংশ শতাব্দীর মাঝামাঝিতে বিশাল তেলের মজুদ আবিষ্কার দেশটিকে অর্থনৈতিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ করে তুলে। ৭ম শতক থেকে মক্কা ও মদিনা শহরগুলো মুসলিম বিশ্বের জন্য সর্বোচ্চ আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ অঞ্চল ।


জেনে নিই

  • মদিনার পূর্বনাম- ইয়াসরিব।
  • সৌদি আরবে পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
  • পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর- জেদ্দা।
  • নদী, সংবিধান ও পার্লামেন্ট নেই-সৌদি আরবে।
  • মহিলারা ভোটাধিকার পায় ২০১১ সালে।
  • ইসলামী আইন অনুয়ায়ী সৌদি আরবের বিচার কার্য চালনা করা হয়।
  • সৌদি আরব জাতিসংঘের সদস্য পদ লাভ করে ১৯৪৫ সালে।
  • মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশী পেট্রোল মজুদ আছে- সৌদি আরবে। [মদিনায় সর্ববৃহৎ স্বর্ণ ও তামার খনি, ২০২২]
  • আরব দেশ সমূহ পাশ্চ্যত্যের উপর প্রথম তেল অবরোধ করে- ১৯৭৩ সালে।
  • আরবি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি- ইমরুল কায়েস (আবু হারিস ইবনে আল বিন্দ)।

আইনসভা
সৌদি আরবে কোন আইনসভা নেই। তবে কনসালটেটিভ কাউন্সিল আছে যার নাম- মজলিস আশ-শূরা। এর সদস্যদেরকে বাদশাহ নিয়োগদান করেন।

জাতীয় পতাকা
পতাকার রং সবুজ। 'লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা থাকাতে এই পতাকা কখনও অর্ধনমিত হয় না। এর নিচে একটি তরবারি অঙ্কিত, যার দ্বারা ন্যায়বিচারকে বুঝান হয়েছে।

Content added By
প্রজাতন্ত্র
রাজতন্ত্র
নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
অভিজাততন্ত্

Promotion