On This Page
সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - জি-৭ (G-7)

G-7 (Group of 7) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংঘ। এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার | সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেওয়া হলে জোট আবারও স্নায়ুযুদ্ধের সময়ের জি-৭ জোট নামে আগের পরিচিতি ফিরে পায়।

 

জেনে নিই 

  •  G-7 প্রতিষ্ঠিত হয়- ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
  •  দেশসমূহ: যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান (একমাত্র এশীয় দেশ), কানাডা ও যুক্তরাষ্ট্র। 
  • ২০১৪ সালে G-8 থেকে রাশিয়া ক্রিমিয়া দখল করলে রাশিয়াকে জি-৮ থেকে বের করে দেওয়া হয়।
  •  ৪৮তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হয় : জার্মানিতে, ২০২২ সালে।
  •  G-7 এর লক্ষ্য ও উদ্দেশ্য- সদস্য দেশগুলোর পারস্পরিক অর্থনৈতিক পারস্পরিক সহযোগিতা।
  •  [G-7+5] হলো জি-৭ এর সদস্য + ব্রাজিল, চীন, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত গ্রুপ।

 

Content added By

Promotion