SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র - আত্মকর্মসংস্থান ও উদ্যোগের সম্পর্ক

বাবা ছোট চাকরি করেন । ভাই-বোনের মধ্যে বড় সামিয়া ইন্টারমিডিয়েট পাস করে আর লেখাপড়া করবে না সিদ্ধান্ত নিয়েছে। তার ভাবনা বাবার পাশে না দাঁড়ালে ছোট ভাইবোনদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। ক'দিন চাকরির জন্য বিভিন্ন স্থানে ঘুরলেও সুবিধা হয়নি। এক বড় বোনের পরামর্শে সে যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেলাই ও এমব্রয়ডারির ওপর দু'টি কোর্স শেষ করলো । অতঃপর এলাকার স্বল্পশিক্ষিত কিছু মহিলাকে সে নিজেই কাজ শিখালো । শহরের কিছু উঠতি ফ্যাশন হাউজের মালিকের সাথে যোগাযোগ করলো । দেখলো ভালো কাজের প্রতি তাদের যথেষ্ট আগ্রহ। এর মধ্যে ঘুরে সে বেশ কিছু সেলাই ও এমব্রয়ডারি কেন্দ্র থেকে অভিজ্ঞতা নিলো । অতঃপর কর্মসংস্থান ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসায়ে নেমে পড়লো । তার বিভিন্ন ধরনের নতুন এমব্রয়ডারির কাজ অল্প দিনেই তাকে ফ্যাশন হাউজগুলোর নিকট জনপ্রিয় করে তুলেছে । এক্ষেত্রে সামিয়ার উদ্যোগ নিঃসন্দেহে ব্যবসায় উদ্যোগ যা তার আত্মকর্মসংস্থানেরও ব্যবস্থা করেছে ।

স্ব-উদ্যোগে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করাকেই আত্মকর্মসংস্থান বলে । সক্ষম প্রতিটা মানুষকেই তার জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো কাজ করতে হয় । কেউ চাকরি খুঁজে নেয়, কেউ ব্যবসায় করে, আবার কেউ কারও অধীনে শ্রম বা মেধা বিক্রয় না করে নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করে। অন্যের অধীনে চাকরি বা কাজ করার অর্থ হলো কর্মের ঐ ক্ষেত্রটা সৃষ্টি করেছে অন্য ব্যক্তি। তাই উক্ত কর্মসংস্থানে তার কোনো ভূমিকা নেই । কিন্তু যখন কেউ স্ব-উদ্যোগে নিজেই নিজের কাজের ক্ষেত্র সৃষ্টি করে তখন তা আত্মকর্মসংস্থান বলে বিবেচিত হয় । একজন আর্কিটেক্ট নিজেই কাজ জোগাড় করে ড্রয়িং ও ডিজাইনের কাজ করছেন । একজন ডাক্তার চাকরি না করে নিজেই চেম্বার খুলে রোগী দেখছেন, একজন নিজেই একটা টেম্পু কিনে চালান- এক্ষেত্রে আর্কিটেক্ট যদি অন্যদের সাথে মিলে একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম গড়ে তোলেন, ডাক্তার যদি হাসপাতাল গড়েন, টেম্পু চালক যদি কতকগুলো ট্যাম্পু কিনে তা ভাড়া দিয়ে আয় উপার্জন করেন-তবে প্রতিটা ক্ষেত্রে মুনাফার উদ্দেশ্য কাজ করায় ও ঝুঁকি থাকায় তা ব্যবসায় উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আত্মকর্মসংস্থান একটা বৃহৎ ধারণা যেখানে ব্যবসায় উদ্যোগ ব্যবসায় প্রতিষ্ঠার মাধ্যমে আত্মকর্মসংস্থানের প্রয়াস । তবে ব্যক্তির জীবিকা অর্জনের উপায় হিসেবে বিবেচনা করলে আত্মকর্মসংস্থান শুধুমাত্র নিজের উন্নয়ন সম্পৃক্ত। কিন্তু ব্যবসায় উদ্যোগ সমাজ ও অর্থনৈতিক উন্নয়ন এবং ব্যাপক মানুষের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

Content added By