জীববিজ্ঞান - জীববিজ্ঞান প্রথম পত্র - প্রাণিভৌগোলিক অঞ্চল

প্রাণী ভৌগোলিক অঞ্চলঃ

ভৌগোলিক অঞ্চলে প্রাণিদের নির্দিষ্ট সন্নিবেশে এমন কিছু প্রজাতি বাস করে যা ঐ অঞ্চলের একান্ত নিজস্ব তাকে প্রাণিভৌগোলিক অঞ্চল (Zoogeographical Region) বলে। 

১৮৫৭ সালে পি. এল. স্ক্লেটার (P. L. Sclater) সর্বপ্রথম পক্ষীকূলের ভৌগোলিক বিস্তৃতির ওপর ভিত্তি করে সমগ্র পৃথিবীকে ৬টি অঞ্চলে ভাগ করেন। পরবর্তীতে ১৮৭৬ সালে এ. আর. ওয়ালেস (A. R. Wallace) পক্ষীকূলের সাথে প্রধান প্রধান মেরুদণ্ডী প্রাণিদের যুক্ত করে সামগ্রিক প্রাণী বিস্তৃতির আলোকে স্ক্লেটার প্রদত্ত অঞ্চল বিভাজনে সামান্য পরিবর্তন এনে ৬টি প্রাণিভৌগোলিক অঞ্চল নিচের মতো করে ভাগ করেন।প্রাণিভৌগোলিক অঞ্চলগুলোর নাম

১. প্যালিআর্কটিক অঞ্চল : ইউরোপ, উত্তর আফ্রিকা ও এশিয়া (দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বাদে)।

এন্ডেমিক ও উল্লেখযোগ্য প্রাণীঃচোষক মাছ, ব্ল্যাক ফিশ, প্যাডল ফিশ, জায়ান্ট সালামান্ডার, চাইনিজ অ্যালিগেটর, ও ম্যান্ডারিন হাঁস, সাদা পেলিক্যান এবং স্প্যালাক্স ও সেলেভিনিয়া নামক স্তন্যপায়ী।

২. নিআর্কটিক অঞ্চল : উত্তর আমেরিকার অধিকাংশ, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড।

এন্ডেমিক ও উল্লেখযোগ্য প্রাণীঃ চ্যাগা, পাঙ্গাস, উডুক্কু ব্যাঙ, ঘড়িয়াল, কুমীর, ব্লুবার্ড, শ্বেত কোকীতু, সবুজ বুলবুলি, গিবন, এবং লজ্জাবতী বানর, বনরুই, কালো ভালুক, কৃষ্ণষাঁড় ইত্যাদি।

৩. নিওট্রপিক্যাল অঞ্চল : সমগ্র দক্ষিণ আমেরিকা এবং অধিকাংশ মধ্য আমেরিকা।

এন্ডেমিক ও উল্লেখযোগ্য প্রাণীঃ লেপিডোসাইরেন, অ্যারাপাইমা, অ্যানাকোন্ডা, জায়ান্ট টরটয়েজ, কালো কাইমান, বোয়া, রিয়া, টুকান, ম্যাকাউ, পিপরেভুক, গিনিপিগ, কাঁটাময় ইঁদুর ইত্যাদি।

৪. ইথিওপিয়ান অঞ্চল : সাহারার দক্ষিণমুখী আফ্রিকা এবং সংলগ্ন মাদাগাস্কার দ্বীপ।

এন্ডেমিক ও উল্লেখযোগ্য প্রাণীঃ এলিফ্যান্ট ফিশ, ল্যাং ফিশ, আফ্রিকান সি মাডস্কিপার, নখরযুক্ত ব্যাঙ, রেইনবো লিজার্ড, ডেসার্ট লিজার্ড, উটপাখি, সেক্রেটারি বার্ড, জলহস্তী, জিরাফ, গরিলা, সিংহ ইত্যাদি।

৫. ওরিয়েন্টাল অঞ্চল : বৃটিশ ইণ্ডিয়া (ভারত, পাকিস্তান, বাংলাদেশ), আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোচীন, তাইওয়ান (ফরমোজা), এবং ইন্দোনেশিয়ার বালি দ্বীপ।

এন্ডেমিক ও উল্লেখযোগ্য প্রাণীঃ চ্যাগা, পাঙ্গাস, উডুক্কু ব্যাঙ, ঘড়িয়াল, কুমীর, ীন, ব্লুবার্ড, শ্বেত কোকীতু, সবুজ বুলবুলি, গিবন, এবং লজ্জাবতী বানর, বনরুই, কালো ভালুক, কৃষ্ণষাঁড় ইত্যাদি।

৬. অস্ট্রেলিয়ান অঞ্চল : অস্ট্রেলিয়া, তাসমেনিয়া, নিউজিল্যান্ড, নিউগিনি এবং পূর্বাংশীয় দ্বীপগুলো।

এন্ডেমিক ও উল্লেখযোগ্য প্রাণীঃ লাং ফিশ, টুয়াটারা, ক্যাসোয়ারি, কিউই, ক্লাস ইমু, বার্ড অব প্যারাডাইস, প্লাটিপাস, শান্ত ক্যাঙ্গারু, অপোসোম, বান্ডিকুট, ওমব্যাট ইত্যাদি।

Content added || updated By
প্যালিআর্কটিক
নিয়ারটিক
ওরিয়েন্টাল
নিউট্রপিক্যাল
অস্ট্রেলিয়ান