আব্দুল্লাহ ঢাকার স্বনামধন্য একটি মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। বর্তমানে তিনি কাপড়ের ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে তিনি অত্যন্ত সৎ। সম্প্রতি তিনি মোবাইল ফোন ব্যবহার করার শরিয়তসম্মত হুকুম কুরআন ও হাদিসে অনুসন্ধান করেন। তিনি এ সংক্রান্ত কোনো বিধান খুঁজে না পেয়ে বিশিষ্ট আলেমগণের ঐকমত্যের ভিত্তিতে এর সমাধানের আহ্বান জানান।
আব্দুল্লাহ ইজমার আলোকে মোবাইল সংক্রান্ত সমস্যাটির সমাধানের আহ্বান জানিয়েছেন। শরিয়তে এর গুরুত্ব অপরিসীম। ইসলামি শরিয়তে ইজমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গতিশীল একটি আইনি উৎস। ইজমা শব্দের অর্থ ঐক্যবদ্ধ হওয়া, ঐকমত্য পোষণ করা। শরিয়তের কোনো হুকুম বা বিধানের ব্যাপারে একই যুগের উম্মতে মুহাম্মদির মুজতাহিদগণের একমত হওয়াকে ইজমা বলে। আর আব্দুল্লাহ এর আলোকেই সমাধান চেয়েছেন।
উদ্দীপকে বর্ণিত আব্দুল্লাহ মোবাইল ফোন ব্যবহার করার হুকুম কুরআন ও হাদিসে অনুসন্ধান করেও খুঁজে পাননি। অবশেষে বিশিষ্ট আলেমগণের ঐকমত্যের ভিত্তিতে এর সমাধানের আহ্বান জানান। এর মাধ্যমে তিনি ইজমার প্রতি ইঙ্গিত করেন। শরিয়তে ইজমার গুরুত্ব অনস্বীকার্য। নবোদ্ভাবিত সমস্যার সরাসরি সমাধান কুরআন ও হাদিসে পাওয়া যায় না। বরং পাওয়া যায় শুধু মূলনীতি। ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। কিন্তু ইজমা ছাড়া ইসলামের এ পূর্ণতার দাবি মিথ্যা হতে বাধ্য। কেননা, ইজমাকে বাদ দিলে নতুন নতুন সমস্যা সমাধানের সর্বসম্মত কোনো পদ্ধতি থাকবে না। এসব নতুন নতুন সামঞ্জস্যপূর্ণ সমস্যা সমাধান করার ক্ষেত্রে মুমিনদের ইজমা বিশেষ গুরুত্বপূর্ণ।