আব্দুল্লাহ ঢাকার স্বনামধন্য একটি মাদ্রাসা থেকে কামিল পাশ করেন। বর্তমানে তিনি কাপড়ের ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে তিনি অত্যন্ত সৎ। সম্প্রতি তিনি মোবাইল ফোন ব্যবহার করার শরিয়তসম্মত হুকুম কুরআন ও হাদিসে অনুসন্ধান করেন। তিনি এ সংক্রান্ত কোনো বিধান খুঁজে না পেয়ে বিশিষ্ট আলেমগণের ঐকমত্যের ভিত্তিতে এর সমাধানের আহ্বান জানান।
আব্দুল্লাহ ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করেন। ইসলামে এর গুরুত্ব ও ফজিলত অনেক। ব্যবসা-বাণিজ্য একটি পবিত্র পেশা। ইসলামে ব্যবসায়ীদেরকে সৎ ও বিশ্বস্ত থাকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীদেরকে শহিদদের সাথে তুলনা করা হয়েছে। রাসুল (স) বলেন, 'বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবে' (মুসতাদরাক হাকিম)। উদ্দীপকে বর্ণিত আব্দুল্লাহ বর্তমানে কাপড়ের ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে তিনি অত্যন্ত সৎ। মানুষকে কোনোরূপ প্রতারণা করেন না। হাদিস অনুযায়ী তিনি কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবেন। ব্যবসায়ের পদ্ধতি ও প্রকৃতিই এমন যে, ব্যবসায়ী ইচ্ছা করলে এর মধ্যে প্রতারণা করার প্রচুর সুযোগ রয়েছে। সেজন্য ব্যবসায়িক প্রক্রিয়ায় বিশ্বস্ত ও সৎ থাকা তুলনামূলকভাবে একটু বেশি কঠিন। এজন্যই সত্যবাদী ও বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ীর জন্য পুরস্কারের ঘোষণাও বিপুল। তারা কিয়ামতের কঠিন দিনে শহিদদের সাথে আনন্দে আরশের ছায়ার নিচে অবস্থান করবে।
পরিশেষে বলা যায় যে, আব্দুল্লাহর ব্যবসায় নীতি ইসলামের পরিপন্থি নয়। ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করার কারণে কিয়ামতের দিন তিনি শহিদদের সাথে আরশের ছায়ার নিচে অবস্থান করবেন।