নিশাত তাসনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগে অধ্যয়নরত। তিনি সব সময় সত্য কথা বলেন। তার সত্য বলার এই অভ্যাস মূলত ছোট বেলা থেকেই গড়ে উঠেছে। সম্প্রতি তিনি ইজমার ওপর একটি প্রতিবেদন রচনার কাজ করছেন। তার কাছে মনে হয়েছে জাতীয় ঐক্য সংরক্ষণে ইজমার বিকল্প নেই। এর মাধ্যমেই আপামর মুমিন জনতাকে বিভ্রান্তি থেকে মুক্ত করা সম্ভব।
সত্যবাদিতার জন্য নিশাত তাসনিম পরকালে পুরস্কার হিসেবে জান্নাত লাভ করবেন। সত্যবাদিতা একটি মহৎ গুণ। যিনি সত্য কথা বলেন তাকে বলা হয় সত্যবাদী। সত্যবাদী ব্যক্তি সবার কাছে প্রিয় হন এবং সমাজে মর্যাদা লাভ করেন। শুধু তাই নয়, তিনি আল্লাহর কাছেও প্রিয় হন। উদ্দীপকের নিশাত তাসনিমও তার সত্যবাদিতা গুণের জন্য আল্লাহ তায়ালার বিশেষ অনুগ্রহ লাভ করবেন।
নিশাত তাসনিমের সত্যবাদিতার অনুশীলনের ব্যাপারে সহিহ বুখারি ও মুসলিম শরিফের সত্য গ্রহণ ও মিথ্যা বর্জন সম্পর্কিত হাদিসে সত্যের অনুশীলনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। কারণ সত্য পুণ্যের পথে পরিচালিত করে এবং পুণ্য নিশ্চিতভাবেই জান্নাতের পথে পরিচালিত করে। সুতরাং দেখা যায়, সত্যবাদিতার পুরস্কার হচ্ছে মানুষের চির আকাঙ্ক্ষিত জান্নাত। এ কারণেই সত্যবাদিতাকে ইসলামে এত গুরুত্ব দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মহানবি (স) বলেছেন, 'সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস করে।' উদ্দীপকের নিশাত তাসনিম সত্য বলাকে নিজের অভ্যাসে পরিণত করেছেন। তাই মুক্তির পথ আর পুণ্যের পথকেই বেছে নিয়েছেন। আর এই পথের পথিক হয়ে তিনি নিঃসন্দেহে সর্বোত্তম প্রতিদান অর্থাৎ জান্নাত লাভ করবেন।