কখনো কখনো সমাজে এমনও সমস্যা দেখা দেয় যার সমাধানে কুরআন ও হাদিস থেকে কোন সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। তখনো সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে কোনো না কোনো উপায় বের করতেই হয়। কারণ, সমাজ শান্ত ও স্বাভাবিক থাকলেই কেবল মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয়।