Academy

কখনো কখনো সমাজে এমনও সমস্যা দেখা দেয় যার সমাধানে কুরআন ও হাদিস থেকে কোন সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। তখনো সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে কোনো না কোনো উপায় বের করতেই হয়। কারণ, সমাজ শান্ত ও স্বাভাবিক থাকলেই কেবল মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয়।

উক্ত সমাধান পদ্ধতির রুকন কী কী? ব্যাখ্যা করো। (অনুধাবন)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

ইজমার মাধ্যমে সমাধানের জন্য দুটি রুকন রয়েছে; যথা- 

ক. আযিমত আযিমত হলো-প্রবল ইচ্ছা, দৃঢ় সংকল্প বা অনমনীয় প্রত্যয়। সকল মুজতাহিদের একযোগে এমন কাজ শুরু করা বা এমন কথা বলাকে আযিমত বলে, যা তাদের একমত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করে। 

খ. রুখসাত: আভিধানিক অর্থ অবকাশ, ঐচ্ছিক বা হালকা। রুখসাত হলো কোনো বিষয়ে কথায় বা কাজে মুজতাহিদদের একটি অংশের একমত হওয়া; অবশিষ্টরা সে বিষয়ে মৌনতা অবলম্বন করবেন। এমনকি এ বিষয়ে মতামত প্রকাশের নির্ধারিত মেয়াদ পর্যন্ত তারা কোনো আপত্তি উত্থাপন করবেন না বা এর বিরুদ্ধে কোনো কাজ করবেন না।

4 months ago

ইসলাম শিক্ষা

Please, contribute to add content.
Content
Promotion