Academy

নিচের ছকচিত্রটি লক্ষ কর ও প্রশ্নগুলোর উত্তর দাও:

প্রদত্ত ছকচিত্রের '?' চিহ্নিত স্থানটিতে কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Created: 4 months ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

প্রদত্ত ছকের '?' চিহ্নিত স্থানটি সমাজবিজ্ঞানকে নির্দেশ করে। সমাজবিজ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ হলো 'Sociology' যা এসেছে ল্যাটিন শব্দ 'Socius' এবং গ্রিক শব্দ 'Logos' থেকে। সমাজবিজ্ঞান শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি সমাজচিন্তাবিদ অগাস্ট কোঁৎ। এ বিজ্ঞান হলো জ্ঞানের এমন একটি শাখা যেখানে সমাজকে বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করা হয়। আমেরিকান সমাজবিজ্ঞানী আর. এম. ম্যাকাইভার বলেন, "সমাজবিজ্ঞানই একমাত্র বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক বিষয়ে অধ্যয়ন করে" অর্থাৎ এটি এমন একটি বিজ্ঞান যা সমাজের বিভিন্ন ক্রিয়া, সামাজিক গোষ্ঠী, সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, গবেষণা ও পর্যালোচনা করে। উদ্দীপকের চিত্রটিও সমাজবিজ্ঞান সম্পর্কে উক্ত তথ্যকে সমর্থন করে।

উদ্দীপকের ছকচিত্রে ল্যাটিন শব্দ Socius এবং গ্রিক শব্দ Logos এর উল্লেখ রয়েছে। যার অর্থ যথাক্রমে সমাজ ও জ্ঞান-বিজ্ঞান। যা সমাজবিজ্ঞানের সাথে সম্পৃক্ত। তাই বলা যায়, ছকের প্রশ্ন চিহ্নিত স্থানটি সমাজবিজ্ঞানকে ইঙ্গিত করছে।

4 months ago

সমাজবিজ্ঞান

Please, contribute to add content.
Content
Promotion