নিচের ছকচিত্রটি লক্ষ কর ও প্রশ্নগুলোর উত্তর দাও:
মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই সমাজবিজ্ঞান এর জ্ঞান অপরিহার্য। সমাজবিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক পাঠ। এ বিজ্ঞানের আলোচনার বিষয় হলো সমাজবদ্ধ মানুষের বিচিত্র ধরনের সামাজিক সম্পর্ক। সমাজে বসবাসরত মানুষের সাথে কীভাবে চলতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে এবং একতাবদ্ধভাবে থাকতে হবে তা এ বিষয় পাঠ করলে জানা যায়। সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন- পরিবার, বিবাহ, রাষ্ট্র ইত্যাদির কার্যাবলি সম্পর্কে এ বিষয় গবেষণা ও পর্যালোচনা করে।
মানুষ পরিবারে জন্মগ্রহণ করে সেখানেই বেড়ে ওঠে এবং সেখানেই তার প্রাথমিক সামাজিকীকরণ সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নির্ধারণের ক্ষেত্রেও এ বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। মূল্যবোধ চর্চার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এখানে মূল্যবোধ, আবেগ, অনুভূতি ও স্বার্থ সম্পর্কে পাঠ করা হয়। পাশাপাশি এ বিজ্ঞান, পরিবার ও জ্ঞাতিসম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, শিক্ষা ও বৈজ্ঞানিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করে।
উক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সমাজজীবনে টিকে থাকার জন্য প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।