জনাব কবির ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট ক্রয় করেন। তিনি ফ্ল্যাটের দলিল 'তৃপ্তি ব্যাংক লি.' এর নিকট জমা রেখে ১০,০০,০০০ টাকা ঋণ নিয়ে ফার্নিচার ব্যবসায় শুরু করেন। তিনি ফার্নিচার তৈরি করার জন্য প্রয়োজনীয় কাঠ বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ক্রয় করে থাকেন। হঠাৎ একটি দুর্ঘটনায় জনাব কবির মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ফলে ব্যবসায়িক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারছেন না। সম্প্রতি জনাব সাইফুলের নিকট থেকে কাঠ ক্রয় বাবদ ২,০০,০০০ টাকা যথাসময়ে পরিশোধ করতে পারেননি। ফলে জনাব সাইফুল তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত 'তৃপ্তি ব্যাংক লি.' কে জনাব কবিরের সকল ব্যাংকিং লেনদেন বন্ধ করে দিতে। বলে। এতে জনাব কবিরের সাথে তুপ্তি ব্যাংক লি. এর কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে।