ফজরের নামায আদায় করে টেলিভিশন ছাড়লেন মেহজাবীন। সংবাদে দেখতে পেলেন কিশোরগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে লাঞ্ছিত হয়েছেন বৃদ্ধ মা। এছাড়া চাঁদপুরে অপ্রাপ্তবয়সে বিয়ে এবং বিয়ের পরে যৌতুকের কারণে লতা বেগমের আত্মহত্যার বিষয়টিও মেহজাবীনের দৃষ্টি এড়ালো না। এ সব দেখে তিনি যেন সারা দিনের কর্মক্ষমতাই হারিয়ে ফেললেন।
উদ্দীপকে বাংলাদেশের সামাজিক সমস্যার চিত্র ফুটে উঠেছে।
সামাজিক সমস্যা বলতে সাধারণভাবে অবাঞ্ছিত পরিস্থিতিকে নির্দেশ করা হয়। এর ফলে সমাজে বসবাসরত মানুষের চিন্তা-ভাবনা ও মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে চাপমূলক অবস্থার সৃষ্টি হয়। উদ্দীপকের বিষয়গুলোও আমাদের মনে এমন অবস্থার জন্ম দেয়।
উদ্দীপকে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের লাঞ্ছিত হওয়ার একটি ঘটনা উঠে এসেছে। এছাড়া বাল্যবিবাহ এবং যৌতুকের কবলে পড়ে লতা নামের একটি মেয়ের আত্মহননের বিষয়টিও উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। এ ঘটনাগুলো মেহজাবীনকে একরম বিপর্যস্ত করে ফেলেছে। এগুলো সামাজিক সমস্যার ইঙ্গিত বহন করে। কারণ, আমাদের সমাজব্যবস্থা কিছু অলিখিত নিয়ম-কানুন দিয়ে পরিচালিত হয়। কিন্তু মাঝে মাঝে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সমাজের স্বাভাবিক গতিধারাকে ব্যাহত করে। এ বাধা সৃষ্টিকারী উপাদানই হলো সামাজিক সমস্যা। এ পরিস্থিতি সমাজের প্রচলিত রীতি-নীতিসমূহকে উপেক্ষা করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এক কথায় বলা যায়, সামাজিক সমস্যা মূলত পরিমাপযোগ্য ও প্রতিকূল অবস্থা নির্দেশ করে, যা সমাজের বেশিরভাগ মানুষের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে। যেমন: বাল্যবিবাহ, মাদকাসক্তি, যৌতুক, নারী নির্যাতন, বেকারত্ব ইত্যাদি। তাই বলা যায়, উদ্দীপকে বাংলাদেশের সামাজিক সমস্যার চিত্র উঠে এসেছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?