রাজেন্দনগর গ্রামের খাদেম মণ্ডল যাদু-টোনা, বান ইত্যাদি করে থাকে। একদা এলাকার মসজিদের খতিব সাহেব জুমআর খুতবায় যাদু-টোনা করা, বান মারা বিষয়ে আলোচনা করতে গিয়ে এ ধরনের কর্মকে হারাম ফতোয়া দেন। এতে গ্রামের মানুষ খাদেম মণ্ডলকে ভৎসনা করতে লাগে। তখন খাদেম মণ্ডল বলে, “সুলাইমান নবি তো যাদু করতেন, হারুত মারুত ফেরেশতারা ও যাদুর তালিম দিতেন।"