Blog
Created: Dec 02, 2024, 05:18 PM Updated: Jan 21, 2025, 12:30 PM
0
459

ইউক্রেন রাশিয়া

আবারো ইউক্রেনের একটি গ্রাম দখল করে নিলো রুশ বাহিনী। তবে কি ইউক্রেন কেই হার মানতে হবে? আর রাশিয়ার এই অগ্রগতিকে কিভাবে দেখছে পশ্চিমারা? কেনই বা ইউক্রেনের উপর রাশিয়ার এতো আগ্রাসন? 

 
২০২২ সালের ফেব্রুয়ারী থেকে টানা প্রায় আড়াই বছরেরও বেশী সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেনের সংঘর্ষ।  আর গত এক মাস ধরে এর বিস্তার ঘটছে আকস্মিকভাবে। অনেক গবেষকের মতে এই বছরে রাশিয়ার অগ্রগতি বেশ উল্লেখযোগ্য।  
পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটি হয়েও ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন অনেক আগে থেকেই। তাছাড়া ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকেই রাশিয়া সবসময়ই চেয়ে এসেছে নিজের শক্তিকে কাজে লাগিয়ে আবারো একজোট হয়ে বিশাল সাম্রাজ্য তৈরী করে পুরো বিশ্ব কে নিয়ন্ত্রণ করতে । 
কিন্তু মিনস্ক চুক্তির লঙ্ঘন এবং পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টায় রাশিয়ার ক্ষোভ তৈরী হয় ইউক্রেনের উপর। 
যার কারনে অনেক স্নায়ু যুদ্ধ শেষে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের উপর সামরিক ভাবে আক্রমণ করে বসে রাশিয়া।  
এরপর থেকেই চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। কিন্তু দিনকেদিন ইউক্রেনের কৌশলগত ব্যর্থতা এবং সামরিক বাহিনীর অসচেতনতা ও পলায়ন ইউক্রেনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।  পশ্চিম বিশ্বের বিশেষ করে আমেরিকার সাহায্য সহযোগীতা পেয়েও পুতিনের কাছে এসে সব নস্যাৎ হয়ে যাচ্ছে। 
এমনকি যুক্তরাষ্ট্রের মিসাইল ব্যবহারে তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকিতে আমেরিকাকে নড়েচড়ে বসতে হয়। কারণ রাশিয়ার পারমাণবিক শক্তি নিয়ে যেকারো কল্পনার বাইরে।
এই অবস্থায় রাশিয়া এখন সবকিছু গুছিয়েই যেন যুদ্ধের গুটি ফেলছে। আর সফল হচ্ছে। যার উদাহরণ রয়টার্সের তথ্যানুসারে, মাত্র ১সপ্তাহে ২০০ বর্গকিলোমিটার এলাকা দখল। যা যুদ্ধের শুরু এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত অগগ্রতি। বর্তমানে খারকিভের কুপিনিয়াস্ক,কুরখাভের মতো চলতি বছরে প্রায় ২৭০০ বর্গকিলোমিটার এলাকা দখল করে সেগুলো নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। যেখানে গতবছর মাত্র ৪৬৫ বর্গকিলোমিটার জায়গা দখল করতে পেরেছিলো। এই নিয়ে রাশিয়া এখন ইউক্রেনের মোট ১লক্ষ ১০ হাজার ৬৪৯ বর্গকিলোমিটার এলাকা নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে।
ISW এর মতে,২০২৩ সালের তুলনায় ৬গুনেরও বেশী জায়গা চলতি বছরে দখল করছে পুতিনের সেনারা। তারা ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে উত্তর পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। 
শুধু ইউক্রেন দখল নয়। বরং আগস্ট মাসে ইউক্রেন রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় ১১০০ বর্গকিলোমিটার দখল করেছিলো তার প্রায় অর্ধেক অর্থাৎ ৫৯৩ বর্গকিলোমিটার অঞ্চল আবার পুনরুদ্ধার করে ফেলেছে রুশ বাহিনী। আর দুর্বল ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ইউক্রেন সেনারা ধীরে ধীরে যেন নিজেদের গুটিয়ে নিচ্ছে। 
এদিকে ক্ষমতার হাতবদল হতে হতে আবরো আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।  যার হাত ধরেই শুরু হয়েছিলো রাশিয়া ইউক্রেন এর যুদ্ধ।  এখন কি সেই ট্রাম্প থাকাকালীন ইউক্রেন সহজে হার মেনে নিবে নাকি আগের মতো এবারো অস্ত্রশস্ত্র দিয়ে রাশিয়ার বিপক্ষে লেলিয়ে দিবে ইউক্রেনকে?
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সমঝোতা তৈরী করে যুদ্ধের অবসান সকলের কাম্য হলেও যেকোনো সময় এর রূপ ধারন করতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের।  তাই যেকোনো পদক্ষেপই চিন্তা ভাবনা করেই নিতে হবে।

459

Author

10
0 Followers

No bio avaliable

All Comments

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion