Blog
Created: Oct 16, 2025, 10:40 AM Updated: Oct 24, 2025, 05:30 PM
1
586

এইচএসসি রেজাল্ট ২০২৫ (HSC Result 2025): কিভাবে সহজে রেজাল্ট চেক করবেন - সম্পূর্ণ গাইড ( How to Check HSC Result 2025: Step-by-Step Guide and Key Updates)

এইচএসসি ও সমমানের (HSC & Equivalent Exam Result 2025) ফল প্রকাশ গড় পাশের হার ৫৮.৮৩%

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা সাম্প্রতিক বছরের তুলনায় কিছুটা কম। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফলাফল ঘোষণা করে।

ফলাফল ঘোষণা করেন বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারছেন বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে

এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, ফলাফল প্রকাশের পর থেকেই অনলাইনে মার্কশিট দেখা যাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে মূল সনদ ও নম্বরপত্র বিতরণ করা হবে।

এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

 


এইচএসসি ও সমমান ২০২৫ পরীক্ষার (HSC & Equivalent Exam Result 2025) ফলাফল জানা যাবে যেভাবে

HSC result 2025 published, 16 October 2025: How to check the result

 

এইচএসসি রেজাল্ট ২০২৫ চেক করার জন্য আপনাকে কয়েকটি উপায় অনুসরণ করতে হবে:

অনলাইন পদ্ধতি বা ওয়েবসাইটের মাধ্যমে HSC রেজাল্ট দেখার উপায়ঃ 

অনলাইন পদ্ধতি: শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারেন। যেমন: www.educationboardresults.gov.bd

 ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি

HSC Result 2025

মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে HSC রেজাল্ট দেখার উপায়ঃ 

এসএমএস পদ্ধতি: নির্দিষ্ট ফরম্যাটে SMS পাঠিয়ে রেজাল্ট দেখতে পারেন। উদাহরণ:

HSC <space> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <space> রোল নম্বর <space> পাসের সাল

পাঠিয়ে দিন 16222 নম্বরে।

এইচএসসি আলিম ও সমমান HSC রেজাল্ট-২০২৫  এর এসএমএস এর সঠিক ফরম্যাট এর নমুনা দেখুনঃ

এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো।

HSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222

এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।

উদাহরণ: HSC DHA 321245 2025 সেন্ড করুন 16222 নম্বরে।

মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থীদের এর এসএমএস এর সঠিক ফরম্যাট এর নমুনা দেখুনঃ

Alim<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222

কারিগরি বোর্ডের এইচএসসি আলিম সমমান ভোকেশনাল পরীক্ষার এর এসএমএস এর সঠিক ফরম্যাট এর নমুনা দেখুনঃ

HSC<স্পেস>TEC<স্পেস>321245<স্পেস>2025 Send to 16222

সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।

এইচএসসি সমমান রেজাল্ট দেখার মেসেজ পাঠাতে, আপনার মোবাইলে মেসেজ প্রেরণের জন্য ফি প্রয়োজন হবে।

সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর

বাংলাদেশের শিক্ষা বোর্ডগুলোর ইংরেজি নামের প্রথম তিন অক্ষর নিচে উল্লেখ করা হলো:

ঢাকা শিক্ষা বোর্ড: DHA

রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ

বরিশাল শিক্ষা বোর্ড: BAR

সিলেট শিক্ষা বোর্ড: SYL

যশোর শিক্ষা বোর্ড: JES

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: CHI

কুমিল্লা শিক্ষা বোর্ড: COM

দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN

কারিগরি শিক্ষা বোর্ড: TEC

মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD

এগুলো পরীক্ষার ফলাফল SMS বা অনলাইনে চেক করার জন্য প্রয়োজন হতে পারে।

এছাড়াও নিজের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও রেজাল্ট সংগ্রহ করতে পারেন।

 


এইচএসসি ও সমমান (HSC & Equivalent Exam Result 2025) পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে টাইপ করুন:

RSC<space>First 3 Letter of Your Board Name<space>roll<space>subject_code

and send to 16222

পাঠিয়ে দিন 16222 নম্বরে

প্রতি পত্রের জন্য আবেদন ফি ৳১৫০ (একশত পঞ্চাশ) টাকা।

6 586

Author

1.9k Followers

অনন্ত মহাকালে মোর যাত্রা অসীম মহাকাশের অন্তে

All Comments

nisa islam 1 month ago
essential post
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...