Blog

মেট্রোলজি | মেট্রোলজির উদ্দেশ্যাবলী

মেট্রলজিঃ


Metrology শব্দটি গ্রীক শব্দ Metron ও logos থেকে এসেছে। Metron অর্থ পরিমাপ এবং লগস অর্থ সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অর্থাৎ Metrology অর্থ পরিমাপ বিদ্যা।
বিজ্ঞান ও প্রযুক্তির কোনো  ক্ষেত্রে অনিশ্চয়তার যে কোন পর্যায়ে  পরীক্ষামূলক ও তাত্ত্বিক উভয় ক্ষেত্রে পরিমাপের বিজ্ঞানকে Metrology বলে।

মেট্রোলজির উদ্দেশ্যাবলি (Objective of Metrology):


 

পরিমাপ বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ। এছাড়াও আরও উদ্দেশ্য রয়েছে-

১. দ্রব্যের প্রয়োজনীয় সূক্ষ্মতা নির্ণয় করা।
২. পরিমাপ যন্ত্রপাতির পরিচালনা , উহার মূলনীতি ও ব্যবহার বিধি সম্পর্কে ধারণা গ্রহণ ও নিয়ন্ত্রণ।
৩. পরিমাপ যন্ত্রাদির বিভিন্ন পরিমাপ কৌশল অবহিত হওয়া এনং অধিক ও নিয়মিত ব্যবহারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিলক্ষণ।
৪. যন্ত্রাদির মান প্রামাণ্যকরণ এবং উহার গ্রহণযােগ্যতা নিয়ন্ত্রণ।
৫. পরিমাপ এবং পরিদর্শন পদ্ধতি প্রামাণ্যকরণ এবং পরিদর্শনের সূক্ষ্মতা রক্ষা করা।
৬. পরিমাপের সঠিকতা সংরক্ষণ। প্লান্টে রক্ষিত পরিমিতি যন্ত্রাদিকে এ উদ্দেশ্যে মাঝে মাঝে যাচাই (Calibration) করা হয়।
৭. প্রাপ্ত সুবিধার দক্ষ ও কার্যকরী ব্যবহার দ্বারা পরিদর্শনের খরচ হ্রাস করা এবং পরিসংখ্যানগত মান নিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়ােগের মাধ্যমে অপচয় ও পূর্ণ উৎপাদনে খরচ কমানাে।
৮. বিশেষ পরিদর্শন পদ্ধতি নিশ্চিত করা এবং সকল ধরনের গেজ এর জন্য পরিকল্পনার প্রস্তুতি নেয়া।
৯. পরিমাপ যন্ত্রাদি এর রক্ষণাবেক্ষণ এবং স্টোরিং সম্পর্কে ধারণা প্রদান।
১০. দুর্ঘটনা, সতর্কতা, সাবধানতা, নিরাপত্তা ইত্যাদির নিয়মাবলি জানা এবং কর্মক্ষেত্রে তা অনুসরণ ও পালন করা।

0 406